বন্ধ হচ্ছে বেইজিংয়ের গলার কাঁটা ‘রেডিও ফ্রি এশিয়া’

প্রায় তিন দশক আগে চীনসহ স্বাধীন গণমাধ্যমবিহীন এশীয় দেশগুলোর খবর প্রচারের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় রেডিও ফ্রি এশিয়া (আরএফএ)। যুক্তরাষ্ট্র সরকার অর্থায়ন বন্ধ করায় এবার সংবাদমাধ্যমটি তাদের প্রচার কার্যক্রম বন্ধ করতে যাচ্ছে।
এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সংস্থাটি এরই মধ্যে কর্মী ছাঁটাই বা অস্থায়ী ছুটিতে পাঠিয়েছে ৯০ শতাংশেরও বেশি কর্মকর্তাকে-কর্মচারীকে। সংবাদ প্রচার কার্যক্রমও ব্যাপকভাবে কমিয়ে এনেছে।
গত মার্চে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মার্কিন সরকারের অর্থায়নে পরিচালিত গণমাধ্যমগুলোর বরাদ্দ বড় পরিমাণে কাটছাটের পরই এই সংকট দেখা দেয়।
দীর্ঘদিন ধরেই বেইজিংয়ের গলার কাঁটা ছিল এই আরএফএ। এশিয়া সফররত ট্রাম্প যখন শি জিন পিংয়ের সঙ্গে সাক্ষাৎ করে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছেন ঠিক তখনই সংবাদমাধ্যমটি বন্ধের খবর এলো।
ট্রাম্পের বাজেট বরাদ্দের কিছু কাটছাট আদালতের মাধ্যমে ঠেকানো গেলেও, প্রায় এক মাস ধরে চলা মার্কিন সরকারের শাটডাইনে রেডিও ফ্রি এশিয়ার অর্থপ্রবাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।
আরএফএ জানায়, তারা আগামী শুক্রবার থেকে সব ধরনের সংবাদ প্রচার বন্ধ করতে বাধ্য হচ্ছে। ১৯৯৬ সালে সম্প্রচার শুরু হওয়ার পর এ ধরনের ঘটনা এটাই প্রথম।
এনএফ
