ক্রীড়া সাংবাদিক চঞ্চলের পিতৃবিয়োগ

বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মোজাম্মেল হক চঞ্চলের পিতা বীর মুক্তিযোদ্ধা মো: হাবিবুর রহমান ওরফে শাহজাহান পাইক আজ দুপুরে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী,৩ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার নামাজে জানাজা শরীয়তপুর জেলার ডামুড্যা থানার কনেশ্বর ইউনিয়নের সৈয়দবস্তা গ্রামের পাইক মঞ্জিলে বাদ মাগরিব অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক কবরস্থানে চিরশায়িত হন।
মোজাম্মেল হক চঞ্চলের বাবার মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন (বিএসজেএ), ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন শোক প্রকাশ করেছে।
এজেড/এইচজেএস