তিন সাংবাদিককে সংবর্ধনা সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের

মিডিয়া অ্যাওয়ার্ড অন জুডিসিয়াল ইন্ডিপেনডেন্স-২০২৫ অর্জন করায় সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের(এসআরএফ) তিনজন সদস্য দৈনিক ইত্তেফাকের মোহাম্মদ দিদারুল আলম, দ্যা ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের মোহাম্মদ গোলাম রব্বানী ও দেশ টিভির সৈয়দা সাবরিনা মজুমদারকে সংর্বধনা দেওয়া হয়েছে।
সোমবার সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের এসআরএফ কার্যালয়ে এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় কেক কেটে ও ফুল দিয়ে অ্যাওয়ার্ড বিজয়ী তিনজন সদস্যকে অভিনন্দন জানানো হয়।
অনুষ্ঠানে এসআরএফের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম বলেন, সদস্যদের উৎসাহিত করতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

এ সময় এসআরএফের যুগ্ন সাধারণ সম্পাদক আফজাল হোসেন, কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য মাজহারুল হক মান্না, কোষাধক্ষ্য কামরুল ইসলাম ফকিরসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর দেশের মোট ১০ জন সাংবাদিককে মিডিয়া অ্যাওয়ার্ড অন জুডিসিয়াল ইন্ডিপেনডেন্স-২০২৫ প্রদান করা হয়। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (এনআইএমসি), সুপ্রিম কোর্ট ও ইউনাইটেড নেশন্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) যৌথভাবে এ অ্যাওয়ার্ড প্রদান করে।
এমএইচডি/এমজে