ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০ বছরের শাবাব সারোয়ারের মৃত্যু

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

০৫ আগস্ট ২০২১, ০৫:১১ এএম


ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০ বছরের শাবাব সারোয়ারের মৃত্যু

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও এটিএন নিউজের এডিটর (অ্যাসাইনমেন্ট) সারওয়ার হোসেনের একমাত্র ছেলে শাবাব সারোয়ার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মশিউর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ১০ বছর বয়সী শাবাব সারোয়ার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালের শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) চিকিৎসাধীন ছিল। সেখানেই তার মৃত্যু হয়। রাজধানীর বনশ্রী আইডিয়াল স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী শাবাব গত শনিবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। পরে সোমবার তাকে হাসপাতালে ভর্তি করা হলে, মস্তিস্কে সংক্রমণ হয়ে থাকতে পারে বলে সন্দেহ করেন চিকিৎসকরা। 

ওই দিনই তাকে পিআইসিইউতে স্থানান্তর করা হয়। দুই দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বুধবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে শাবাব সারওয়ার।

শাবাব সারোয়ারের মৃত্যুতে একাধিক সাংবাদিক নেতা শোক প্রকাশ করেছেন। 

পিএসডি/ওএফ

Link copied