করোনায় সাংবাদিক আবুল মনসুর চৌধুরীর মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দ্য ডেইলি স্টারের সাবেক প্রধান সহ-সম্পাদক আবুল মনসুর চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।
রোববার (৮ আগস্ট) দিবাগত রাত ১টা ২২ মিনিটে রাজধানীর একটি বেসরকারি চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে গত ১৮ জুলাই আবুল মনসুর চৌধুরীর কোভিড-১৯ শনাক্ত হয়। রাজধানীর একটি হাসপাতালে গত ২৬ জুলাই থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
সাংবাদিক আবুল মনসুর চৌধুরীর পারিবারিক ও ডেইলি স্টার সূত্রে জানা গেছে, ফেনীতে নিজ গ্রামে আজ তার দাফন সম্পন্ন হবে।
১৯৯১ সালে দৈনিক দ্য ডেইলি স্টারের সঙ্গে যুক্ত হয়েছিলেন আবুল মনসুর চৌধুরী। টানা ২৫ বছর তিনি এই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পিএসডি/এমএইচএস