অ্যাটকোর নতুন কমিটি
অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্সের (অ্যাটকো) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী।
ভোটের মাধ্যমে ১৫ সদস্যের কমিটি নির্বাচিত হয়। বৈশাখী টেলিভিশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক টিপু আলম মিলন নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে অ্যাটকোর পরিচালক নির্বাচিত হয়েছেন।
১৫ সদস্যের পরিচালনা কমিটির নির্বাচিত অন্য পরিচালকরা হলেন, এটিএন বাংলার মাহফুজুর রহমান, বাংলাভিশনের আব্দুল হক, আরটিভির জসিম উদ্দিন, সময় টেলিভিশনের আহমেদ জোবায়ের, দীপ্ত টিভির কাজী জাহিদুল হাসান, এশিয়ান টিভির লিয়াকত আলী খান মুকুল, নাগরিক টিভির রুবানা হক, একুশে টেলিভিশনের আব্দুস সামাদ, নিউজ ২৪ এর সায়েম সোবহান আনভীর, চ্যানেল আইর জহিরউদ্দিন মাহমুদ মামুন ও এনটিভির আশফাক উদ্দিন আহমেদ।
অ্যাটকোর পরিচালনা কমিটির ৪৪তম বার্ষিক সাধারণ সভা শনিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে অনুষ্ঠিত হয়। অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরীর সভাপতিত্বে অন্য সদস্যরা অংশ নেন বার্ষিক সাধারণ সভায়।
এরপর নতুন পরিচালনা কমিটি নির্বাচনের জন্য ভোট অনুষ্ঠিত হয়। ১৫টি পরিচালক পদের বিপরীতে প্রার্থী ছিলেন ১৯ জন। সেখান থেকে নির্বাচিতদের নাম ঘোষণা করে অ্যাটকোর নির্বাচন পরিচালনা বোর্ড।
পিএসডি/আরএইচ