সাংবাদিক রাজা সিরাজ মারা গেছেন
ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য, ঢাকায় কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য, বাচসাসের সাবেক সাংগঠনিক সম্পাদক রাজা সিরাজ (৫৮) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।
রোববার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রয়াত সাংবাদিকের পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৩ অক্টোবর থেকে সাংবাদিক রাজা শ্বাসকষ্টে ভুগছিলেন। মিরপুরের বাসায় তার চিকিৎসা চলছিল। অবস্থার অবনতি হলে শনিবার (৩০ অক্টোবর) সকালে তাকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রোববার মারা যান তিনি।
পিএসডি/জেডএস