ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক ডালিমের বাবার ইন্তেকাল
ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য, ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেদী হাসান ডালিমের বাবা মো. লুৎফর রহমান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চরকৈজুরী গ্রামে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
প্রয়াত মো. লুৎফর রহমান তিন ছেলে, সাত মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার সকাল ৯টায় নিজ গ্রামে জানাজা শেষে তাকে দাফন করা হবে।
সরকারি চাকরিজীবী ছিলেন লুৎফর রহমান। তিনি স্বাস্থ্য পরিদর্শক হিসেবে অবসর নেন। অবসর জীবনে তিনি সমাজ সেবামূলক বিভিন্ন কাজ করেছেন।
সাংবাদিক মেহেদী হাসান ডালিমের বাবার মৃত্যুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
ঢাকা পোস্ট পরিবার সাংবাদিক মেহেদী হাসান ডালিমের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছে এবং প্রয়াতের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছে।
পিএসডি/আরএইচ