ডিআরইউর বার্ষিক সাধারণ সভা চলছে
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২৬তম বার্ষিক সাধারণ সভা-২০২১ চলছে। সোমবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ প্রাঙ্গণে সভাটি শুরু হয়।
ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক মসিউর রহমান খান। অনুষ্ঠানে ডিআরইউর বর্তমান ও সাবেক নেতারা বক্তব্য রাখছেন।
আগামীকাল (৩০ নভেম্বর) সংগঠনটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ডিআরইউ কার্যালয়ে একটানা ভোটগ্রহণ চলবে।
এসআর/এমএইচএস