ডিআরইউ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানাল মার্কিন দূতাবাস
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় তাদের অভিনন্দন জানানো হয়।
দূতাবাসের বার্তায় বলা হয়, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় যথাক্রমে নজরুল ইসলাম মিঠু, নুরুল ইসলাম হাসিব (ইউ.এস. ইন্টারন্যাশনাল ভিজিটিং লিডারশিপ প্রোগ্রামের অংশগ্রহণকারী) ও নাদিয়া শারমিনকে (২০১৫ ইউ. এস. ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ) অভিনন্দন। নবনির্বাচিত এ দলের সবাইকে একটি সফল মেয়াদের জন্য শুভকামনা। আপনাদের সঙ্গে কাজ করার আশা রইল।
৩০ নভেম্বর রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে এক হাজার ৩২৬ জন সদস্য ভোট দিয়েছেন।
এনআই/আরএইচ