সাংবাদিকদের গাড়িতে হামলা : দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সিইউজের

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

০৫ জানুয়ারি ২০২২, ০৩:১৩ পিএম


সাংবাদিকদের গাড়িতে হামলা : দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সিইউজের

চট্টগ্রামের বোয়ালখালীতে সাংবাদিকদের বহনকারী একাধিক গাড়িতে হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

বুধবার (৫ জানুয়ারি) এক বিবৃতিতে হামলার ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সিইউজে সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম।

নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে বোয়ালখালীর করলডেঙ্গায় ভোটকেন্দ্রের সামনে যেভাবে সাংবাদিকদের গাড়িতে হামলা চালানো হয়েছে তা ন্যক্কারজনক। ভোটকেন্দ্রের সামনে এ ধরনের হামলা আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয় ভূমিকার কারণেই সম্ভব হয়েছে। এর দায় হামলাকারীদের প্রশ্রয়দাতা স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ প্রশাসনকে নিতে হবে।

বিবৃতিতে অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান সিইউজে নেতারা।

উল্লেখ্য, বুধবার সকালে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার করডেঙ্গা ইউনিয়নের আছাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সংবাদকর্মীদের চারটি গাড়িতে ভাঙচুর করা হয়।

কেএম/এসকেডি

Link copied