প্রেস ক্লাবের স্থায়ী সদস্য খন্দকার আনিছুর রহমান আর নেই

Dhaka Post Desk

ঢাকা পোস্ট ডেস্ক

১৮ জানুয়ারি ২০২২, ০৫:১১ পিএম


প্রেস ক্লাবের স্থায়ী সদস্য খন্দকার আনিছুর রহমান আর নেই

জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য, দৈনিক বাংলাদেশ খবরের সম্পাদনা সহকারী খন্দকার আনিছুর রহমান আর নেই। তিনি করোনায় আক্রান্ত হয়ে সোমবার রাত ১১টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে আনিছুর রহমানের বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী ও এক মেয়েসহ আত্মীয়-স্বজন, সহকর্মী ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দৈনিক খবর, সংবাদ, ডেসটিনি, অর্থনীতি প্রতিদিনসহ বিভিন্ন জাতীয় পত্রিকায় কাজ করেছেন।

মঙ্গলবার বাদ জোহর মিরপুরের ৬০ফিটে জানাজা শেষে রায়ের বাজার কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।  

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এক বিবৃতিতে ক্লাব সদস্য খন্দকার আনিছুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতারা মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আরএইচ

Link copied