সাংবাদিক পীর হাবিবুর রহমান আইসিইউতে
বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্ট্রোক করেছেন। পরে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে আইসিইউতে রাখা হয়েছে।
অনলাইন নিউজ পোর্টাল পূর্বপশ্চিমবিডির ভারপ্রাপ্ত সম্পাদক এবিএম জাকিরুল হক টিটন শুক্রবার রাতে ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সাংবাদিক পীর হাবিবুর রহমানের ভাই সংসদ সদস্য পীর ফজলুর রহমানের সঙ্গে নিয়মিত মোবাইল ফোনে কথা হচ্ছে। তিনি হাসপাতালে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সাংবাদিক পীর হাবিবুর রহমানের শারীরিক অন্যান্য সমস্যাও রয়েছে। এর মধ্যে কিডনির সমস্যা রয়েছে।
তার অবস্থা স্থিতিশীল উল্লেখ করে টিটন বলেন, পরিবারের সদস্যরা পীর হাবিবুর রহমানের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
পিএসডি/ওএফ