কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

রাজধানীর কদমতলীর জুরাইন এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাকিবিল্লাহ (১৬) নামে দশম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাকিবিল্লাহর দাদা আব্দুস সত্তার ঢাকা পোস্টকে বলেন, আমার নাতি পূর্ব জুরাইন আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। আজ বিকেলে বাসার পাশে ইলেকট্রিক মিস্ত্রিরা কাজ করছিলেন। এ সময় মিস্ত্রিদের সহযোগিতা করতে গিয়ে একটি তারে জড়িয়ে পড়ে সে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমাদের বাসা যাত্রাবাড়ী থানার পূর্ব জুরাইন এলাকার শাহজালাল রোডে।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, জুরাইন এলাকার থেকে এক যুবককে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এসএএ/এসকেডি