ঢাকাসহ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা

ঢাকাসহ সারা দেশে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। তাছাড়া অঞ্চল ভেদে তাপমাত্রা গতকালের তুলনায় দিনে কিছু হ্রাস পেতে পারে।
আজ শুক্রবার (২৫ জানুয়ারি) সকালে আবহাওয়া অফিস সূত্রে এসব তথ্য জানা যায়।
জানা যায়, আগামী ৬ ঘন্টার জন্য ঢাকা ও এর পাশ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে মেঘলাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, এছাড়া অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কি.মি. বেগে ও অস্থায়ী ভিত্তিতে ৩০ থেকে ৪০ কি.মি. বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২০.৮ ডিগ্রি সেলসিয়াস ও আর্দ্রতা ছিল ৬৯ শতাংশ। আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৯ মিনিটে।
এ বিষয়ে আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, আজ ঢাকাসহ উত্তরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিনের তুলনায় আজ বিভাগীয় শহরগুলোতে তাপমাত্রাও হ্রাস পেতে পারে। তবে কয়েকদিন পর থেকে নিয়মিত তাপমাত্রা বাড়তেই থাকবে।
জেইউ/এনএফ