প্রেস ক্লাবে দ্য নিউ নেশন সম্পাদক মুফাজ্জলের জানাজা অনুষ্ঠিত

প্রবীণ সাংবাদিক ও দ্য নিউ নেশনের সম্পাদক এ এম মুফাজ্জলের নামাজে জানাজা জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ ফেব্রুয়ারি) বেলঅ সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের টেনিস গ্রাউন্ডে এ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজার শুরুতে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, তিনি দীর্ঘ ৬৫ বছর সাংবাদিকতা করেছেন। আমাদের উন্নয়ন সাংবাদিকতা উন্মেষকালে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শেষ দিন পর্যন্ত তিনি তার নিউ নেশনের সম্পাদক ছিলেন। এই করোনাকালে আমরা অনেক প্রবীণ সদস্যদের হারিয়েছি। সর্বশেষ আমাদের ছেড়ে চলে গেলেন মোফাজ্জল ভাই। আমি তার রূপের মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
সিনিয়র সহসভাপতি হাসান হাফিজ বলেন, আমরা ক্রমেই নিঃস্ব হয়ে যাচ্ছি, আমরা অভিভাবক হারাচ্ছি। মুফাজ্জল ভাই দীর্ঘ প্রঙ্গা সম্পন্ন একজন সাংবাদিক ছিলেন। ইংরেজি সাংবাদিকতাকে তিনি তারা মেধা ও অধ্যাবসায় দিয়ে সমৃদ্ধ করে গেছেন। আমরা তার আত্মার চিরশান্তি কামনা করছি।
সাংবাদিক মুফাজ্জলের ছেলে আবু মোহাম্মাদ মোনায়েম বলেন, আমার বাবা অলমোস্ট ৬৫ বছর সাংবাদিকতায় ছিলেন। ওনাকে আপনারা ক্ষমা করে দিয়েন, উনার জন্য দোয়া করবেন। আশাকরি আল্লাহ উনাকে জান্নাত নসিব করবেন।
জানাজায় আরও অংশ নেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম, সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ, দৈনিক নয়াদিগন্ত সম্পাদক আলমগীর আলমগীর, সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল, বিএফইউজের মহাসচিব নুরুল আমিন রোকন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু প্রমুখ।
এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উত্তরায় নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে। তিনি বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন বলে জানা গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।
এমএইচএন/এসএম