ঢাকা উত্তরে যে ২৬ কেন্দ্রে টিকাদান
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার ২৬টি কেন্দ্রে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরমধ্যে ২১টি কেন্দ্র সরকারি হাসপাতালে। বাকি ৫টি কেন্দ্র ইউপিএইচসিএসডিপির আওতায় পরিচালিত মাতৃসদনে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমদাদুল হক জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় ২৬টি কেন্দ্রে করোনার টিকা প্রদান করা হচ্ছে। টিকা কার্যক্রম পরিচালনার জন্য মোট ১২১টি টিম প্রস্তুত রয়েছে।
প্রতিটি টিমে ২ জন টিকাদানকারী ও ৪ জন স্বেচ্ছাসেবী কাজ করছেন। প্রতিদিন টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সাড়ে ১৯ হাজার। প্রতিটি কেন্দ্রে নিবন্ধন অনুযায়ী টিকা প্রদান করা হচ্ছে।
কেন্দ্রের তালিকা
ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় কোভিড-১৯ টিকা কেন্দ্রগুলো হচ্ছে- বাংলাদেশ সংসদ সচিবালয় ক্লিনিক; ঢাকা ডেন্টাল কলেজ; ঢাকা শিশু হাসপাতাল; সংক্রামক ব্যাধি হাসপাতাল; কুয়েত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল; কুর্মিটোলা হাসপাতাল; লালকুঠি হাসপাতাল; মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার; জাতীয় বাতজ্বরজনিত হৃদরোগ প্রতিরোধ কেন্দ্র; জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল; জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট; জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিউট ও হাসপাতাল; জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউট; জাতীয় কিডনি হাসপাতাল; জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল; ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতাল; জাতীয় চক্ষুবিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতাল; জাতীয় অর্থপেডিক হাসপাতাল; শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল; শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল; যক্ষ্মা হাসপাতাল; নগর মাতৃসদন-১ মগবাজার; নগর মাতৃসদন-২ মোহাম্মদপুর; নগর মাতৃসদন-৩ মাজার রোড; নগর মাতৃসদন-৪ পল্লবী এক্সটেনশন এবং নগর মাতৃসদন-৫ উত্তরা।
এ বিষয়ে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা বলেন, ডিএনসিসির সকল কেন্দ্রে একযোগে টিকাদান কার্যক্রম চলছে। এটি সম্পূর্ণ নিরাপদ এবং কোভিড-১৯ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কোভিড-১৯ টিকা কার্যক্রম সফল করার জন্য সকলের প্রতি আমার আহ্বান।
এএসএস/এইচকে