ক্যাম্পেইনের শেষদিনে প্রথম ডোজ পেলেন ১৫ লাখ ৭৯ হাজার জন

করোনা সংক্রমণ রোধে তিন দিনের বিশেষ টিকাদান ক্যাম্পেইনে রেকর্ড সংখ্যক মানুষকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ক্যাম্পেইনের শেষদিনে প্রথম ডোজ টিকা পেয়েছেন ১৫ লাখ ৭৯ হাজার জন। সবমিলিয়ে এই টিকা কার্যক্রমে (তিনদিনে) প্রথম ডোজের টিকা পেয়েছেন মোট এক কোটি ৪৬ লাখ ৮৭ হাজার ৫৪৪ জন।
মঙ্গলবার (১ মার্চ) অধিদফতরের টিকাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে। এতে স্বাক্ষর করেছেন অধিদফতরের মেনেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৭ ফেব্রুয়ারি (রোববার) পর্যন্ত দেশে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে ১২ কোটি ২৬ লাখ ৭৯ হাজার ৮৩১ জনকে। এর পরদিনই (সোমবার) প্রথম ডোজ টিকা গ্রহীতার সংখ্যা দাঁড়ায় ১২ কোটি ৪২ লাখ ৫৮ হাজার ৮৭৫ জনে।
এর আগে, গণটিকা ক্যাম্পেইনের প্রথম দুদিনে মোট ১ কোটি ৩১ লাখ ৮ হাজার ৫০০ জনকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম দিনে দেওয়া হয়েছে এক কোটি ১১ লাখ ৭৪ হাজার ৭১৫ জনকে এবং দ্বিতীয় দিনে ১৯ লাখ ৩৩ হাজার ৭৭৫ জনকে।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি একদিনের জন্য বিশেষ এই কর্মসূচি চালু হলেও ওইদিন সারাদেশের লাখ লাখ মানুষ স্বতঃস্ফূর্তভাবে টিকাকেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকা দেন। মানুষের মধ্যে অভূতপূর্ব সাড়া পড়ায় বিশেষ ক্যাম্পেইনের কার্যক্রমের মেয়াদ আরও দুইদিন বাড়িয়ে সোমবার পর্যন্ত করা হয়।
দেশে গত বছরের ২৭ জানুয়ারি সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়। ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। পরে ৭ ফেব্রুয়ারি থেকে গণটিকাদান কার্যক্রম শুরু হয়। বর্তমানে দেশে অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, সিনোফার্ম, মডার্না, সিনোভ্যাক ও জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হচ্ছে।
টিআই/জেডএস