সামরিক শাসনামলের অধ্যাদেশগুলো ছয় মাসের মধ্যে আইন করার নির্দেশ

সামরিক শাসনামলে জারি করা অধ্যাদেশগুলো আগামী জুন মাসের মধ্যে আইনে পরিণত করার নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বৈঠকে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি গনভবন থেকে এবং অন্যান্য মন্ত্রী-প্রতিমন্ত্রী নিজ নিজ দপ্তর থেকে সংযুক্ত হন।
বৈঠক শেষে মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ব্রিফিংয়ে বলেন, আজকে একটি উল্লেখযোগ্য বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ২০১৩ সালে রুলিং দেওয়া হলো হাইকোর্ট থেকে, যে পঁচাত্তরের ১৫ আগস্ট থেকে আটাত্তর পর্যন্ত এবং বিরাশি থেকে ছিয়াশির সেপ্টেম্বর পর্যন্ত যে অর্ডিন্যান্সগুলো (অধ্যাদেশ) করা হয়েছিল সেগুলো বাছাই করে প্রয়োজনীয় আইন করতে হবে। আর যেগুলোর প্রয়োজন নেই সেগুলো ড্রপ করে দিতে হবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এগুলোর কয়েকশ’ আইন ছিল সেগুলো সব হয়ে গেছে। এখন ৫৯টি আইন বাকি আছে। প্রত্যেক মন্ত্রণালয় অনুযায়ী লিস্ট করে দিয়ে দেওয়া হয়েছে এবং কেবিনেট থেকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে আগামী জুন মাসের মধ্যে অবশ্যই এগুলো আইনে পরিণত করবে। এজন্য কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে।
খন্দকার আনোয়ারুল ইসলাম সচিব জানান, অনেক নতুন সচিব আসছেন তারা হয়তো জানেন না। তাদের নিয়ে আমরা আগামী ২০ জানুয়ারি বসে গাইডলাইন দিয়ে দেবো। যাতে আগামী জুন মাসের মধ্যে এগুলো সংসদে পাঠানোর মাধ্যমে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়।
মন্ত্রিসভায় ব্যাংকার বহি সাক্ষ্য আইন, ২০২১ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এ আইনে প্রসঙ্গে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ব্যাংকগুলোর সাক্ষ্য আইনে নতুন একটি ধারা সংযোজন করা হয়েছে। সেখানে ব্যাংকে বিদ্যমান সাক্ষ্য আইনে খাতা, লেজার বইসহ আরও যেসব বিষয় রয়েছে তার সঙ্গে ডিজিটাল পদ্ধতিতে যে রেকর্ডগুলো হবে সেগুলো সাক্ষ্য হিসেবে বিবেচিত হবে। এগুলো এখন ক্যাশ বই লেজার হিসেবে সাক্ষ্য আইনে অন্তর্ভুক্ত হবে।
এছাড়াও মন্ত্রিসভায় বৈঠকে শিশু দিবাযত্ন কেন্দ্র আইন-২০২১, বাংলাদেশ ও মরক্কোর মধ্যে স্বাক্ষরিত দ্বৈত কর-আরোপন পরিহার ও রাজস্ব ফাঁকি রোধে সংক্রান্ত চুক্তির খসড়া অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এছাড়াও শকুন রক্ষার্থে ক্ষতিকর ভেটেরিনারি ওষুধ কিটোপ্রোফেন উৎপাদন বন্ধকরণের প্রস্তাব অনুমোদন, ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত বিশ্বব্যাংক-আইএমএফ (ব্যাংক-ফান্ড) এর বার্ষিক সভা ২০২০ এর পার্শ্বসভা অর্থমন্ত্রী নেতৃত্বে প্রতিনিধি দলের অংশগ্রহণ সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়।
এনএম/এমএইচএস