আবহাওয়া অপরিবর্তিত থাকবে ৩ দিন

সারাদেশে আগামী ২৪ ঘণ্টা বৃষ্টি বা ঝোড়ো হওয়ার সম্ভাবনা খুবই কম। আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানা গেছে।
আজসহ (বুধবার) তিনদিন আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। ফলে আবহাওয়ার পূর্বাভাস হচ্ছে-অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এই অবস্থায় আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থান উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। অর্থাৎ, তিনদিন একই অবস্থা থাকতে পারে।
আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০.৯ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৬টা পর্যন্ত চট্টগ্রামের টেকনাফে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটের শ্রীমঙ্গলে ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এমআই/এইচকে