ব্রুনাইয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আরও বৃত্তি চান হাইকমিশনার

ব্রুনাই দারুসসালাম বিশ্ববিদ্যালয়ে (ইউবিডি) বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আরও বৃত্তি প্রদানের পাশাপাশি বিশ্ববিদ্যালয়টিতে বাংলাদেশি শিক্ষাবিদদের কাজ করার সুযোগ দিতে অনুরোধ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাহিদা রহমান সুমনা।
বুধবার (২ মার্চ) ব্রুনাই দারুসসালাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর দাতিন ড. অনিতা বি জেড আব্দুল আজিজের সঙ্গে সাক্ষাৎ করেন হাইকমিশনার সুমনা। এ সময় তিনি বৃত্তি প্রদান ও কাজের সুযোগ দিতে অনুরোধ করেন।
ব্রুনাইয়ের বাংলাদেশ হাইকমিশন জানায়, হাইকমিশনার ও ভাইস চ্যান্সেলর ফেলোশিপ, শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা প্রোগ্রাম এবং সেমিনার আয়োজনের ক্ষেত্রে ইউবিডি ও হাইকমিশনের মধ্যে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা হয়। তারা সম্ভাব্য গবেষণার ক্ষেত্র নিয়ে আলোচনা করেছেন, যেখানে ব্রুনাই ও বাংলাদেশি শিক্ষাবিদরা আরও সহযোগিতা করতে পারে।
বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ১০ জন বাংলাদেশি শিক্ষাবিদ কাজ করছেন জানিয়ে ভাইস চ্যান্সেলর বলেন, বাংলাদেশি শিক্ষাবিদরা অত্যন্ত উচ্চ শিক্ষিত। তারা শিক্ষাদানে দক্ষ ও ইউবিডিতে গবেষণায় চমৎকার কাজ করছে।
হাইকমিশনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ প্রতিটি খাতে যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছ, সে বিষয়ে উপাচার্যকে অবহিত করেন।
এনআই/ওএফ