ডিএনসি মহাপরিচালকের সঙ্গে ইউএনওডিসি প্রতিনিধিদলের সাক্ষাৎ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) মহাপরিচালক মো. আব্দুস সবুর মন্ডলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি এবং জাতিসংঘের ড্রাগস অ্যান্ড ক্রাইমের (ইউএনওডিসি) প্রতিনিধিদল।
বুধবার সকাল সাড়ে আটটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশে মাদকদ্রব্যের চোরাচালান ও মাদকাসক্তি মোকাবিলায় অধিদপ্তরের বর্তমান ও ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়।
মাদকবিরোধী কার্যক্রম জোরালো এবং নৌপথে মাদক পাচার প্রতিরোধে জাপান সরকারের শুভেচ্ছা হিসেবে ইউএনওডিসির সহায়তায় দুটি স্পিড বোট মহাপরিচালকের নিকট হস্তান্তরের বিষয়ে আলোচনা করা হয়।
আলোচনায় সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে জাপান সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (স্টাফ অফিসার) মো. সাজিদ উল মাহমুদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
জেইউ/আরএইচ