পলিটেকনিক শিক্ষার্থীদের মুক্তিসহ ৩ দাবিতে বিক্ষোভ

শাহবাগ অবরোধের সময় আটক করা পাঁচ পলিটেকনিক শিক্ষার্থীর মুক্তিসহ তিন দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র জোট।
সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অন্য দুটি দাবি হলো- ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফজলে রাব্বী হলে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার বিচার এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সভা-সমাবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা।
সমাবেশে প্রগতিশীল ছাত্র জোটের প্রধান সমন্বয়ক আল কাদেরী জয় বলেন, ডিপ্লোমা শিক্ষার্থীরা মাসের পর মাস তাদের ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করে আসছে। দাবিগুলো মেনে নেওয়া দূরের কথা উল্টো তাদের ওপর হামলা এবং ৫ জন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। ফজলে রাব্বী হলে ইন্টার্ন চিকিৎসকদের ওপর সন্ত্রাসী হামলা হলেও এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। সারাদেশে এমন এক পরিস্থিতি সৃষ্টি করে রাখা হয়েছে, যেখানে কথা বলাও অপরাধ।
ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি কে এম মোত্তাকী বলেন, সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অগণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে। হামলা-মামলায় শিক্ষার্থীদের দমিয়ে রাখার চেষ্টা করছে সরকার। এই সরকার এবং প্রশাসনের এমন হীন কাজ কোনোভাবেই আমরা মেনে নেব না। জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে আমরা জনগণের দাবিগুলো পূরণ করে ছাড়ব।
এই সরকারের পতন ছাড়া মুক্তি সম্ভব নয় উল্লেখ করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা বলেন, আমরা রোববার দেখেছি ডিপ্লোমা শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে আন্দোলন করছে, সেখানে পুলিশ বর্বরোচিত হামলা করেছে এবং কয়েকজন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে, এখনো তাদের ছাড়েনি। কোনো যৌক্তিক দাবি নিয়ে মিছিল করে যাবে না, কথা বলা যাবে না, আন্দোলন করা যাবে না। করলে আপনাকে গ্রেপ্তার করা হবে, বহিষ্কার করা হবে এই হলো আমাদের বাংলাদেশের চিত্র, এই হলো শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর চিত্র। এই সরকারের পতন ছাড়া মুক্তি সম্ভব নয়।
জেডএস