টিকায় পার্শ্বপ্রতিক্রিয়া ৯২ জনের

প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে দেশব্যাপী গণটিকা প্রয়োগের দ্বিতীয় দিনে টিকা নিয়েছেন আরও ৪৬ হাজার ৫০৯ জন। টিকা নেওয়াদের মধ্যে ৭১ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। এদিকে, প্রথম দিন টিকা নিয়েছেন ৩১ হাজার ১৬০ জন। দুদিন মিলিয়ে টিকা নিয়েছেন ৭৭ হাজার ৬৬৯ জন। প্রথম দিন টিকা নেওয়া ২১ জনের দেহে পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে। সবমিলিয়ে, দুদিনে টিকা নেওয়া ৯২ জনের দেহে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে।
তবে যেকোনো টিকার ক্ষেত্রেই এটি স্বাভাবিক চিত্র বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। সোমবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) সূত্রে এসব তথ্য জানা গেছে।
গতকাল টিকা নেওয়া ৩১ হাজার ১৬০ জনের মধ্যে সবচেয়ে বেশি নিয়েছেন ঢাকা মহানগরে; পাঁচ হাজার ৭১ জন। সবচেয়ে কম নিয়েছেন বরগুনায়; ৭৮ জন। গতকাল শতকরা হিসেবে পার্শ্বপ্রতিক্রিয়ার হার ০.০৬৭ শতাংশ। যা যেকোনো টিকার ক্ষেত্রেই এক স্বাভাবিক চিত্র।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম দিনের ন্যায় দ্বিতীয় দিনেও সবচেয়ে বেশি টিকা দেওয়া হয়েছে ঢাকা বিভাগে; ১২ হাজার ৮২২ জন। এর মধ্যে ঢাকা মহানগরের মধ্যে টিকা নিয়েছেন সাত হাজার ১৭৮ জন। এই বিভাগে যারা টিকা নিয়েছেন; তাদের মধ্যে পুরুষ ৯ হাজার ৬৭১ এবং নারী তিন হাজার ১৫১ জন। এদের মধ্যে সাত জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। এদের চার জন রাজধানী ঢাকার। গত ৭ জানুয়ারি থেকে এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ২২ হাজার ১৩৬ জন। যাদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৬৯২ এবং নারী পাঁচ হাজার ৪৪৪ জন। মোট পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে ১৭ জনের।
ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় মোট টিকা নিয়েছেন দুই হাজার ৩৯৪ জন। তাদের মধ্যে পুরুষ এক হাজার ৯৪৩ এবং নারী ৪৫১ জন। গত ৭ জানুয়ারি থেকে এ পর্যন্ত এই বিভাগে টিকা নিয়েছেন চার হাজার ৮৭ জন, যাদের তিন হাজার ৩১৫ জন পুরুষ ও ৭৭২ জন নারী। তাদের মধ্যে মোট পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে সাত জনের।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে টিকা নিয়েছেন ১০ হাজার ৪৮০ জন। এদের মধ্যে পুরুষ টিকা নিয়েছেন আট হাজার ৭৫ জন এবং নারী দুই হাজার ৪০৫ জন। তাদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে ১৭ জনের। এই বিভাগে গত দুদিনে সর্বমোট টিকা নিয়েছেন ১৬ হাজার ৯২৩ জন, যাদের ১৩ হাজার ১৮ জন পুরুষ এবং তিন হাজার ৯০৪ জন নারী। এ পর্যন্ত পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে মোট ২২ জনের।
রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন পাঁচ হাজার ৬৪২ জন। এর মধ্যে পুরুষ চার হাজার ৫৬২, নারী এক হাজার ৮০ জন। পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে ছয় জনের। সবমিলিয়ে, এই বিভাগে টিকা নিয়েছেন ৯ হাজার ৩৯৯ জন। এর মধ্যে পুরুষ সাত হাজার ৪৭১ জন এবং নারী এক হাজার ৯২৮ জন। পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে মোট ১০ জনের।
এদিকে, রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন পাঁচ হাজার ৫০৩ জন। এর মধ্যে পুরুষ চার হাজার ৩০৮ ও নারী এক হাজার ১৯৫ জন। পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে ১৯ জনের। সর্বমোট এ বিভাগে টিকা নিয়েছেন আট হাজার ৪১৫ জন, তাদের মধ্যে পুরুষ ছয় হাজার ৫৮৬ এবং নারী এক হাজার ৮২৯ জন। মোট পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে ১৯ জনের।
২৪ ঘণ্টায় খুলনা বিভাগে টিকা নিয়েছেন চার হাজার ১৭০ জন। তাদের মধ্যে পুরুষ তিন হাজার ১২৮, নারী এক হাজার ৪২ জন। পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে ১৩ জনের। এ বিভাগের সর্বমোট টিকা নিয়েছেন সাত হাজার ৪০৩ জন, যাদের পাঁচ হাজার ৫৯১ জন পুরুষ ও এক হাজার ৮১২ জন নারী। এ জেলায় মোট পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে ১৪ জনের।
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন এক হাজার ৫৪৪ জন। তাদের মধ্যে পুরুষ এক হাজার ২৭১ এবং নারী ২৭৩ জন। এ বিভাগে সর্বমোট টিকা নিয়েছেন দুই হাজার ৯৫৬ জন। পুরুষ দুই হাজার ৩৯৪ ও নারী ৫৬২ জন। এই বিভাগে এখন পর্যন্ত কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার ঘটনা ঘটেনি।
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন তিন হাজার ৯৫৪ জন। এর মধ্যে পুরুষ দুই হাজার ৮৮৫ জন এবং নারী এক হাজার ৬৯ জন। পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে দুজনের। এ বিভাগের সর্বমোট টিকা নিয়েছেন ছয় হাজার ৩৫০ জন, তাদের মধ্যে পুরুষ চার হাজার ৬৩২ এবং নারী এক হাজার ৭১৮ জন। এখন পর্যন্ত মোট পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে তিন জনের।
সবমিলিয়ে, সারাদেশে গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন ৪৬ হাজার ৫০৯ জন। তাদের মধ্যে পুরুষ ৩৫ হাজার ৮৪৩ জন এবং নারী ১০ হাজার ৬৬৬ জন। পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে ৭১ জনের। গত দুইদিনে সারাদেশে টিকা নিয়েছেন ৭৭ হাজার ৬৬৯ জন। এর মধ্যে পুরুষ ৫৯ হাজার ৭০০ জন, নারী ১৭ হাজার ৯৬৯ জন। সর্বমোট পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে ৯২ জনের।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, টিকা পেতে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সর্বমোট অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন পাঁচ লাখ ১২ হাজার ৫ জন।
পার্শ্বপ্রতিক্রিয়া প্রসঙ্গে এমআইএস পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান বলেন, ‘সব টিকারই কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। করোনা টিকা নেওয়ার পর যাদের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে, সেগুলো তেমন কিছু নয়। কারও কারও ক্ষেত্রে টিকা দেয়ার স্থান লাল হয়ে গেছে। সামান্য জ্বর এসেছে কারও। একটু ব্যথা করছে- এমন তথ্য এসেছে।’
টিআই/এফআর