জলবায়ু সংকট মোকাবিলায় রাজধানীতে নারীর পদযাত্রা

আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উপলক্ষে ‘পৃথিবী আমারে চায়: জলবায়ু সংকট মোকাবিলায় আমরা’ প্রতিপাদ্য নিয়ে নারীর পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস কমিটির আয়োজনে রমনা পার্কের অরুণোদয় গেট থেকে পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি ব্যানার, ফেস্টুন নিয়ে, প্রতীকী লাঠি খেলা ও স্লোগানসহ মৎস্য ভবন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করে। পদযাত্রা শেষে সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু সংকট পৃথিবীময় মানবজাতি ও সমগ্র প্রাণীকুল এবং পরিবেশ-প্রকৃতির জন্য এক বিরাট হুমকি। বিশ্বের দেশে দেশে পরিবেশদূষণ, বন্যা, দাবদাহজনিত আগুন লাগা, নতুন নতুন ভাইরাস-ব্যাকটেরিয়ার আগমন, সামুদ্রিক প্রাণীর খাদ্য, উদ্ভিদ ও প্রাণীকুলের ক্ষতি— এসব কিছুই বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ও ইকোসিস্টেমের ভারসাম্যহীনতার ফল। মানব ও প্রাণীজগতের অস্তিত্ব এখন চরম সংকটে। প্রকৃতি বাঁচলে বাঁচবে মানুষ, বাঁচবে সমগ্র প্রাণীকুল, তাই প্রাণ-প্রকৃতিকে বাঁচাতে আমরা এখনই সতর্ক না হলে কোনো দেশই রেহাই পাবে না। কারণ এটি একটি বৈশ্বিক সংকট। এ সংকটের মোকাবিলা মানুষকেই করতে হবে এবং তা করতে হবে বৈশ্বিকভাবে। কারণ এটি ক্ষমতার কোনো লড়াই নয়, এটি টিকে থাকার লড়াই।
এ অবস্থায় করণীয় উল্লেখ করে আয়োজক সংগঠনের পক্ষ থেকে বেশকিছু সুপারিশ তুলে ধরা হয়। তাদের সুপারিশগুলোর মধ্যে রয়েছে— অবাধে বৃক্ষনিধন বন্ধ এবং বনায়ন বৃদ্ধি করতে সামাজিক আন্দোলন তৈরি করা, সবুজ বেষ্টনী তৈরি করতে সরকারি-বেসরকারি এবং রাষ্ট্রীয় ও ব্যক্তি উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান জোরদার করা, গবেষণার মাধ্যমে বন্যা, খরাসহ নানারকম প্রাকৃতিক দুর্যোগেও টিকে থাকতে পারে এবং স্বল্প সময়ে ফলনশীল জাতের ফসল উদ্ভাবন করা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— আন্তর্জাতিক নারী দিবস কমিটির আহ্বায়ক তামান্না খান, শক্তি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নীলুফা বেগম, নারীপক্ষের সদস্য রেহানা সামদানী, শিল্পী হালিমা পারভীন, নারীপক্ষ সদস্য সাবিনা ইয়াসমিন প্রমুখ।
এএসএস/এসএসএইচ