টিকা নিতে এনবিআর কর্মীদের নিবন্ধনের নির্দেশ

মহামারি করোনাভাইরাসের টিকা নেওয়ার জন্য কর্মকর্তা-কর্মচারীদের অনলাইনে নিবন্ধন করার জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার (৮ ফেব্রুয়ারি) এনবিআরের সিনিয়র সহকারী সচিব শারমিন আরা স্বাক্ষর করা চিঠির সূত্রে এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়েছে, করোনা মোকাবিলায় জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সরকার গত ২৭ জানুয়ারি থেকে টিকাদান কার্যক্রম শুরু করেছে। এর পরিপ্রেক্ষিতে এনবিআরে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সরকারের সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধন করে স্বাস্থ্য অধিদপ্তরে জাতীয় পরিচয় পত্রসহ ঢাকা শিশু হাসপাতাল থেকে করোনা টিকা গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে। পাশাপাশি নিবন্ধন সংক্রান্ত সহযোগিতা বা পরামর্শের জন্য ১৬২৬৩ বা ৩৩৩ নাম্বারে যোগাযোগের জন্য বলা হয়েছে। এমনকি অনলাইন নিবন্ধন এবং টিকা নেওয়ার পর বোর্ড প্রশাসন-১ শাখাকে অবহিত করতে চিঠিতে উল্লেখ করা হয়।
করোনাভাইরাসে সংক্রমণ ও প্রাণহানির মিছিল থামাতে গত ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে গণটিকা প্রয়োগ কার্যক্রম শুরু হয়। এ দুইদিনে দেশব্যাপী টিকা নিয়েছেন ৭৭ হাজার ৬৬৯ জন। এর মধ্যে প্রথম দিন নিয়েছেন ৩১ হাজার ১৬০ জন ও দ্বিতীয় দিন নিয়েছেন ৪৬ হাজার ৫০৯ জন। দুদিনে টিকার পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে মাত্র ৯২ জনের দেহে।
এর মধ্যে প্রথমদিন করোনার টিকা নেওয়ার পর ২১ জন দ্বিতীয়দিন ৭১ জনের দেহে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে। অধিদপ্তর জানায়, মানুষের মাঝে টিকা নেওয়ার আগ্রহ বেড়েছে। কেননা প্রথমদিনের তুলনায় দ্বিতীয়দিনে টিকার নেওয়ার সংখ্যা প্রায় দেড়গুণ বেড়েছে।
টিকা পেতে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সর্বমোট অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন পাঁচ লাখ ১২ হাজার ৫ জন। রোববার যা ছিল চার লাখের কিছু বেশি। অর্থাৎ এক দিনের ব্যবধানে টিকা পেতে নিবন্ধনের সংখ্যা বেড়েছে লাখের বেশি। দ্বিতীয়দিন সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত দেশের এক হাজার পাঁচটি কেন্দ্রে স্থাপিত বুথে টিকা দেওয়া হয়।
এনবিআরের আওতাধীন কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগে প্রায় ১৪ হাজার কর্মকর্তা-কর্মচারী নিয়োজিত রয়েছেন। যদিও অনুমোদিত পদের সংখ্যা ২২ হাজার ১২৩টি।
আরএম/এমএইচএস