দেশে নিম্নচাপের কোনো প্রভাব পড়বে না

বঙ্গোপসাগর এবং এর আশপাশের এলাকায় সৃষ্ট গভীর নিম্নচাপের কোনো প্রভাব বাংলাদেশে পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (৬ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক ঢাকা পোস্টকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘গতকাল দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটা গভীর নিম্নচাপ ছিল। আজকে দুর্বল হয়ে নিম্নচচাপ সন্ধ্যার মধ্যে সুস্পষ্টভাবে আরও দুর্বল হয়ে রাতে অথবা আগামীকাল সকালে সগর থেকে ভূমিতে উঠে আসবে। আপাতত এই নিম্নচাপটার প্রভাব বাংলাদেশে পড়ার সুযোগ নেই।’
আগামী ২৪ ঘণ্টায় দেশে ঝড়-বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আগামী ২৪ ঘণ্টায় দেশের কোথাও ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রার পরিস্থিতি গতকালের মতোই বিরাজমান থাকবে। বঙ্গোপসাগরের নিম্নচাপটা আগে উত্তরের দিকে অগ্রসর হয়েছিল, আজ এটা দিক পরিবর্তন করে দক্ষিণ দিকে ফিরে গেছে। নিম্নচাপটা সাগরেই দুর্বল হয়ে গেছে। ভারত অথবা শ্রীলঙ্কায় এর হালকা প্রভাব পড়বে।’
তিনি বলেন, ‘আজ সর্বনিম্ন তাপমাত্রা টেকনাফে ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস।’
এসআর/ওএফ