মালিবাগে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

রাজধানীর মালিবাগে সিলিন্ডার বিস্ফোরণে সিদ্দিক (৬০) নামে দগ্ধ আরও একজন মারা গেছেন। রোববার (৬ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে। এর আগে গতকাল একই ঘটনায় হেলাল ও নাদের আলী মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।
তিনি বলেন, মালিবাগে গোডাউনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচজনকে আমাদের এখানে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় সিদ্দিক নামে একজন আজ ভোরে মারা যান। তার শরীরের ৭৪ শতাংশ দগ্ধ হয়েছিল।
এর আগে একই ঘটনায় গতকাল দুপুর ১টার দিকে হেলাল উদ্দিন মারা যান। আর রাত সাড়ে ১০টার দিকে মারা যান নাদের আলী। হেলালের শরীরের ৮৫ শতাংশ এবং নাদেরের ৪৩ শতাংশ দগ্ধ ছিল।
গত ২ মার্চ দিবাগত রাত ১টার দিকে মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় একটি গোডাউনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পাঁচজন দগ্ধ হোন। তাদের সবাইকে ওই রাতেই শেখ হাসিনা বার্নে ভর্তি করা হয়।
এসএএ/এমএইচএস