পুরুষের চেয়ে তিন গুণ বেশি কাজ করে নারীরা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, একজন পুরুষের চাইতে একজন নারী তিন গুণ বেশি কাজ করেন। তারা ঘরে-বাইরে দুই জায়গাতেই সমান দক্ষ। কর্মক্ষেত্রেও নারীরা ভাল করছে। এমনকি নারীদের উন্নয়নে বাংলাদেশ বিশ্বের বুকে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে।
মঙ্গলবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিএসএমএমইউ কর্তৃক আয়োজিত র্যালি পরবর্তী এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপাচার্য বলেন, গবেষণার ক্ষেত্রেও নারীরা ভালো করছেন। আগামীতে যে সকল নারী চিকিৎসক গবেষণায় আরও ভালো করবেন তাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে।
শারফুদ্দিন আহমেদ আরও বলেন, বঙ্গবন্ধুর সাফল্যের নেপথ্যে রয়েছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের অবদান। ঐতিহাসিক ৭ মার্চের ভাষণেও রয়েছে বঙ্গমাতার অবদান। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদক্ষেপের কারণে সব ক্ষেত্রেই নারীরা অনেক এগিয়ে গেছে।
সভায় ‘স্বাস্থ্য গবেষণা ও নারী গবেষক-বাংলাদেশ প্রেক্ষিত : সুযোগ ও চ্যালেঞ্জ’ শীর্ষক মূল বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরম্যাটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফারিহা হাসিন।
ডা. ফারিহা তার বক্তব্যে উল্লেখ করেন- জাতির জনক ও স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ বিশ্বের সবার সঙ্গে এগিয়ে যাচ্ছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাকে সামনে রেখে। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়নে অভীষ্ট ৫-এ জেন্ডার ও নারীর অংশগ্রহণ বিষয়টি গুরুত্ব সহকারে লিপিবদ্ধ করা হয়েছে।
টেকসই উন্নয়ন ও নারীর অংশগ্রহণ বিষয়টি বিশ্লেষণ করলে এবারের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য যথার্থ হয়েছে বলেও মনে করেন ডা. ফারিহা হাসিন।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, নারী যদি স্বাস্থ্য গবেষণার মূল হয়ে উঠতে পারে তবে স্বাস্থ্য সেবায় পুরুষের পাশাপাশি নারীর অংশগ্রহণ উল্লেখযোগ্য হবে। এর জন্য দরকার সঠিক পরিকল্পনা ও চ্যালেঞ্জগুলো খুঁজে বের করে গবেষণায় জনবল হিসেবে নারীকে এগিয়ে নেওয়া।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএমএমইউয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান।
অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন সম্মানিত ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম, অধ্যাপক ডা. শিরিন তরফদার, অধ্যাপক ডা. শাহিন আকতার। সভা সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের এনাটমি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. লায়লা আনজুমান বানু।
টিআই/আইএসএইচ