৮ দশক ধরে দখলে থাকা জমি উদ্ধারে ডিএসসিসি

রাজধানীর রায় সাহেব বাজার মোড়ে ৮০ বছর ধরে অবৈধ দখলে থাকা প্রায় ৪০ শতাংশ জায়গা উদ্ধারে অভিযান পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
বুধবার বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে রায় সাহেব বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হচ্ছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানিয়েছেন, রাজধানীর রায় সাহেব বাজার মোড়ে ৮০ বছর ধরে অবৈধ দখলে থাকা প্রায় ৪০ শতাংশ জায়গা উদ্ধারের জন্য এ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।
এদিকে মঙ্গলবার গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের অবৈধ স্থাপনা ও দোকান অপসারণে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত। অভিযানে সুন্দরবন মার্কেটের ৩৮টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। এরমধ্যে ১৮টি দোকান ভেঙে ফেলা হয়। বাকিগুলোর মালিকেরা নিজ দায়িত্বে দোকান ভেঙে নিয়ে যান।
অবৈধ দখলদারদের কোনো ছাড় নয়- এমন অঙ্গীকার থেকে বিভিন্ন স্থানে অবৈধ দখলদারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
এএসএস/আরএইচ