২৪ ঘণ্টায় মৃত্যু নামল অর্ধেকে

করোনায় সোমবার (৮ ফেব্রুয়ারি) সারাদেশে মৃত্যু হয়েছিল ১৬ জনের। তবে ২৪ ঘণ্টার ব্যবধানে মৃতের সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় দেশে করোনা প্রাণ কেড়ে নিয়েছে আট জনের। এর ফলে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট হাজার ২২৯ জনে।
একই সময়ে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৮৭ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৩৮ হাজার ৭৬৫ জনে।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নতুন করে ভাইরাসটি থেকে মুক্ত হয়েছেন ৬৪২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৮৫ হাজার ৯৩১ জন।
গত ২৪ ঘণ্টায় ২০৬টি পরীক্ষাগারে ১৪ হাজার ৫৭৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৪৬৮টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৭ লাখ ৭৭ হাজার ২৪২টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৯ লাখ ৩৬ হাজার ৯৬৬টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় করা হয়েছে আট লাখ ৪০ হাজার ২৭৬টি।
গত ২৪ ঘণ্টায় মৃত আট জনের মধ্যে পুরুষ সাত জন এবং অন্যজন নারী। তারা সবাই হাসপাতালে মারা গেছেন। মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ছয় হাজার ২৩৬, বাকি এক হাজার ৯৯৩ জন নারী।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৬০ বছরের বেশি ছয় জন, ৫১ থেকে ৬০ এবং ৩১ থেকে ৪০ বছরের এক জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আট জনের মধ্যে ঢাকা বিভাগেরই রয়েছেন পাঁচ জন। এছাড়া চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহে এক জন করে মারা গেছেন।
এফআর
