পর্যটন কর্পোরেশনের নতুন চেয়ারম্যান হান্নান মিয়া

পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) হয়েছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. হান্নান মিয়া। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) তাকে গ্রেড-১ পদে পদোন্নতির পর এ পদে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
অন্যদিকে মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ও পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) হিসেবে বদলির আদেশের আওতায় পারভীন আকতারকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য (গ্রেড-১) করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি হওয়া এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এসএইচআর/ওএফ