ছোট্ট শিশুটি পড়ে ছিল ময়লার স্তূপে

শিশুর কান্না ভেসে আসছিল শুধু। কান্নার সেই শব্দ মানুষকে টেনে নিয়ে গেল রাস্তার পাশের ডাস্টবিন পর্যন্ত। সেখানেই ময়লার স্তূপে মিলল ফুটফুটে এক শিশু।
দুই স্তর ময়লার নীচ থেকে শিশুটির কান্না যেন বাঁচার আকুতি জানাচ্ছিল সবার কাছে। পরে পুলিশ এসে উদ্ধার করে শিশুটিকে। আজ (মঙ্গলবার) চট্টগ্রামের পতেঙ্গা থানার চেয়ারম্যান গলিতে এ ঘটনা ঘটে। বর্তমানে সুস্থ আছে শিশুটি।
পতেঙ্গা থানার ওসি জোবাইর সৈয়দ বলেন, আজ সকালে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে ডাস্টবিন থেকে নবজাতককে উদ্ধার করা হয়। সদ্য ভূমিষ্ঠ ছেলে শিশুটি ডাস্টবিনে ময়লার মধ্যে পড়েছিল। স্থানীয়রা খবর দেওয়ার পর পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করেছে। এরপর নবজাতকটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক সেবা দেওয়া হয়। বর্তমানে শিশুটি সুস্থ আছে।
পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে শিশুটিকে সমাজসেবা অধিদফতর পরিচালিত রৌফাবাদের সোনামনি নিবাসে রাখা হয়েছে।
এনএফ