পুলিশকে পাথর মেরে পালানোর ঘটনায় ৯ জন গ্রেপ্তার

রাজধানীর দক্ষিণখানে মাদক কারবারি ধরতে গিয়ে রোববার হামলার শিকার হন পুলিশের চার সদস্য। এ ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি-মিরপুর) বিভাগ।
গ্রেপ্তাররা হচ্ছেন, লস্কর আলী, মো. নুরুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম, জহিরুল ইসলাম, মো. কামরুল ইসলাম, মো. নজরুল ইসলাম, ঝিনুক, মোসা. খুশি ও চম্পা। সোমবার মধ্যরাতে উত্তরার নলভোগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেন ডিবি মিরপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, রোববার দক্ষিণখানের কোটবাড়ী রেলগেট চেকপোস্ট এলাকায় চেকিংয়ের সময় গাঁজাসহ মো. কামরুল ইসলাম ও জহিরুল ইসলাম নামে দুজনকে আটক করা হয়।
পরে অজ্ঞাত ৩০-৪০ জন ব্যক্তি এলোপাতাড়ি ইট-পাটকেল ও পাথর নিক্ষেপ করে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপসহ আটকদের ছিনিয়ে নিয়ে যান। তাদের ইট-পাথরে পুলিশের একজন এএসআইসহ মোট চারজন সদস্য গুরুতর আহত হন। এ ঘটনায় ১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত কয়েকজনের নামে দক্ষিণখান থানায় একটি মামলা হয়।
ডিবির এ কর্মকর্তা বলেন, গ্রেপ্তাররা সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে এ এলাকায় মাদক কারবার চালিয়ে যাচ্ছেন।
এআর/আইএসএইচ