জাতির পিতার জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে ঢামেকে বিশেষ আয়োজন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ আয়োজন করা হয়েছে। বুধবার (১৬ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক।
তিনি ঢাকা পোস্টকে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শিশু দিবস উপলক্ষে সরকারি নির্দেশনা অনুযায়ী ঢাকা মেডিকেলে বিশেষ খাবার, সীমিত পরিসরে বহির্বিভাগ খোলা রাখা, শিশুদের রচনা প্রতিযোগিতা ও উপহার সামগ্রী বিতরণের আয়োজন করা হয়েছে।
এছাড়া দিনের শুরুতে জাতির জনকের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে ঢামেক হাসপাতাল মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, দুপুরে বিশেষ খাবারের মধ্যে রয়েছে পোলাও, মুরগির রোস্ট, ডিমের কোরমা, মুরগির রেজালা, সালাত ও আপেল। বহির্বিভাগে আসা রোগীদের আগামীকাল ১৭ মার্চ জাতির জনকের জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে বিনামূল্যে টিকিট দেওয়া হবে। তাছাড়া ঢামেক হাসপাতালকে বর্ণিল সাজে সাজানো হয়েছে।
এসএএ/আইএসএইচ