নফল ইবাদত-বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত

রাত জেগে ইবাদত-বন্দেগি, জিকির, ধর্মীয় আলোচনা, মিলাদ ও নফল নামাজ আদায়ের মাধ্যমে সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। শুক্রবার (১৮ মার্চ) রাতে রাজধানীর আজিমপুর ও নিউমার্কেট এলাকা ঘুরে দেখা দেখা যায় প্রতিটি মসজিদই মুসল্লিতে পরিপূর্ণ। আল্লাহর নৈকট্য ও রহমত লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ ও মোনাজাতের মাধ্যমে রাত কাটাচ্ছেন মুসল্লিরা।
আজিমপুরের মেয়র মোহাম্মদ হানিফ জামে মসজিদে এশার নামাজ আদায়ের পর থেকেই শুরু হয় ধর্মীয় আলোচনা। আসন্ন রমজান মাসকে কেন্দ্র করে মুসলমানদের দায়িত্ব-কর্তব্য ও ইসলামী জীবনচরিত সম্পর্কে আলোকপাত করেন খতিব। আল্লাহর সন্তুষ্টি অর্জনে কায়মনোবাক্যে দেশ জাতি ও মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনায় করা হয় বিশেষ মোনাজাত।
কোনো মসজিদে আবার আয়োজন রাতভর। ফজরের নামাজ আদায়ের পর আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে শবে বরাতের আনুষ্ঠানিকতা। নিউমার্কেট কাঁচা বাজারের বাইতুর রহিম জামে মসজিদে এশার নামাজ আদায় করা হয় রাত সাড়ে ১০টায়। এরপর থেকে মসজিদে ধর্মীয় আলোচনা, কোরআন তেলাওয়াত, জিকির করেই সময় পার করছেন মুসল্লিরা।

স্থানীয়রা জানান, শবে বরাত বিবেচনায় নিউ মার্কেটের দোকানপাট বন্ধ করা হয়েছে নির্ধারিত সময়ের অনেক আগেই।
রফিকুল হোসেন নামের এক হোটেল ব্যবসায়ী বলেন, নিউমার্কেটের অধিকাংশ দোকানের কর্মচারীদেরই বিকেলে ছুটি দেওয়া হয়েছে। আজ যেহেতু বিশেষ রাত, তাই সবাই যার যার অবস্থানে গিয়ে ইবাদত বন্দেগী করে সময় কাটাবেন। অনেকে হয়ত রোজা রাখবেন, এসবের প্রস্তুতিরও ব্যাপার রয়েছে।
অপরদিকে শুধু মসজিদেই নয়, বাইরেও দেখা গেছে অনেকটা উৎসবমুখর পরিবেশ। শবে বরাতকে কেন্দ্র করে রাস্তার পাশে জমজমাট বেচাকেনা চলছে টুপি, জায়নামাজ, আতর, মেসওয়াক ও সুরমার ভাসমান দোকানগুলোতে। এসবের মধ্যে টুপি ও আতরের চাহিদাই বেশি বলে জানালেন দোকানিরা।

রিপন হাওলাদার নামের এক বিক্রেতা বলেন, প্রতিবছরই শবে বরাতে খুব ভালো বিক্রি হয়। দুই ঈদের পর এ রাতটি আমাদের ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ। তবে গত দুই বছর বিক্রিতে মন্দাভাব ছিল। এবার তা কেটে গেছে। এশার নামাজের সময় থেকে এখন পর্যন্ত ৭-৮ হাজার টাকা বিক্রি হয়েছে। এটাই আমাদের জন্য অনেক বেশি।
শবেবরাত একটি ফারসি শব্দ। যার কারণে এই শব্দের ব্যবহার আরবিতে কোথাও নেই। সিহাহ সিত্তাহ বা বিশুদ্ধ ছয়টি হাদিসগ্রন্থের কোনো কোনো হাদিসে এই রাতের বিশেষত্ব নির্দেশক হাদিস বর্ণিত হয়েছে। এছাড়া অন্যান্য হাদিস গ্রন্থেও এই রাতের বিশেষত্বের উল্লেখ পাওয়া যায়। তবে হাদিসগুলোর বিষয়ে মতভেদ বিদ্যমান। হাদিস শাস্ত্রে ‘শবে বরাত’ বলতে যে পরিভাষাটি ব্যবহার করা হয়েছে, তা হলো ‘নিসফ শাবান’ বা ‘লাইলাতুন নিসফি মিন শা'বান’ তথা ‘শা'বান মাসের মধ্য রজনী’। একটি হাদীসে বলা হয়েছে — রাসূলুল্লাহ (সা.) বলেন, আল্লাহ মধ্য শাবানের রাতে আত্মপ্রকাশ করেন এবং মুশরিক ও হিংসুক ব্যতীত তার সৃষ্টির সকলকে ক্ষমা করেন। (মুসনাদে আহমদ, হাদিস : ৬৬৪৬)।
আরএইচটি/এসএসএইচ