চট্টগ্রামে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামের সীতাকুণ্ডের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন।
বুধবার (১০ ফেব্রুয়ারি) সীতাকুণ্ড উপজেলার অনন্তপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
অভিযান সংশ্লিষ্টরা জানিয়েছেন, আশেপাশের পাহাড়ের মাটি কেটে এনে ইট তৈরি করতো নুরজাহান ইটভাটার মালিকরা। এতে পাহাড়ের জীববৈচিত্র্য নষ্ট হয়েছে।
অভিযানে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল আলম বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। চট্টগ্রামে যত অবৈধ ইটভাটা আছে ধীরে ধীরে সব গুঁড়িয়ে দেওয়া হবে।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় বলেন, হাইকোর্টের নির্দেশে সীতাকুণ্ডের সবগুলো অবৈধ ইটভাটায় অভিযান চালানো হবে। এই অভিযান চলমান থাকবে।
তিনি আরও বলেন, পাহাড় কেটে যারা জীববৈচিত্র্য নষ্ট করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে অন্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলালসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা এলাকায় অভিযান চালিয়ে ৩টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামে ২৬৫টি অবৈধ ইটভাটা আছে।
গত ৩১ জানুয়ারি উচ্চ আদালত ১৮ ফেব্রুয়ারির মধ্যে জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের পরিচালককে চট্টগ্রামের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দেন। এর মধ্যে গত ৭ ফেব্রুয়ারি অভিযান বন্ধে ২৩টি ইটভাটার মালিক হাইকোর্টে গেলেও তাদের আবেদন টেকেনি।
এরপরই এক বৈঠকে চট্টগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর মঙ্গলবার থেকে এসব অবৈধ ইটভাটায় দ্বিতীয় দফায় অভিযান শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।
জেডএস