ট্রাকচাপায় ৫ জন মারা যাওয়ার ঘটনায় চালক আটক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়ার আধুনগরে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে পাঁচজন নিহত হওয়ার ঘটনায় ঘাতক ট্রাকের চালককে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।
তিনি বলেন, ঘটনায় জড়িত লাইসেন্সবিহীন ট্রাক চালককে আটক করা হয়েছে। বিকেল ৫টায় র্যাব চান্দগাঁও ক্যাম্পে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগরে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে পাঁচজন নিহত হন।
দুর্ঘটনার পর দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। প্রাইভেট কারটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল।
কেএম/জেডএস