ভারতে পাচার হওয়া ২৩ নারী-শিশু দেশে ফিরলেন

ভারতে পাচার হওয়া ২৩ জন নারী ও শিশুকে দেশে ফেরত আনা হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) বেনাপোল স্থলবন্দর দিয়ে তারা দেশে প্রবেশ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারতে পশ্চিমবঙ্গে বিভিন্ন সময়ে পাচার হওয়া ও অবৈধভাবে গিয়ে আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে ২৩ জনকে দেশে ফেরানো হয়েছে। এটি পঞ্চম প্রত্যাবাসন প্রক্রিয়া। এ প্রক্রিয়ায় মোট ১৩৯ জনকে ফেরত আনা হয়েছে।
আটককৃত বাংলাদেশিদের ফেরত আনার এই প্রক্রিয়া চলমান থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এনআই/ওএফ