প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নিউজ পোর্টাল ঢাকা পোস্ট ২৫ মার্চ ‘খাস জমি বেহাত, বাতিল হচ্ছে শিক্ষামন্ত্রীর ভাই জাওয়াদুরের দলিল’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে। এ সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জাওয়াদুর রহিম ওয়াদুদ।
প্রতিবাদ লিপিতে জাওয়াদুর রহিম ওয়াদুদ এ সংবাদের বিষয়ে ব্যাখ্যা সহকারে তার অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, খামারের জন্য ক্রয়কৃত জমির মধ্যে কোনো খাস জমি নেই। আমি ২০১৯ সালের মার্চ মাসে দলিল নং ৩২৫, ৩৮১, ৫৪০, দাগ নং-৪৮ এর মাধ্যমে ২৪ একর জমি এবং ৩২৮ নম্বর দলিল দাগ নম্বর- ৪৯ এর মাধ্যমে ৮ দশমিক ৭৫ একর জমি ক্রয় করি।
জমি ক্রয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় সকল কাগজপত্র যাচাই-বাছাই করে জমি ক্রয় করেছি। হাইমচর সাব রেজিস্ট্রি অফিস সমস্ত আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমাদের নামে দলিল করে দেয়। আমরা যে জমিগুলো ক্রয় করেছি ও আমাদের নামে রেজিস্ট্রি হয়েছে, সে সকল জমির ব্যাপারে পূর্বে বা এখনো জমির মালিকগণ কোনো অভিযোগ করেননি। জমির মালিকরা যে মূল্য চেয়েছেন, তা দিয়েই জমি ক্রয় করেছি।
পরবর্তী সময়ে আমরা যখন খামারের এলাকা বৃদ্ধির জন্য আরও জমি কেনার উদ্যোগ নিই। তখন হাইমচর ভূমি অফিস আমাদের জানায়, যেসব জায়গা আমরা ক্রয় করতে চাই, সেসব জায়গা নিয়ে শরীয়তপুর ও চাঁদপুর জেলার সীমানা বিরোধ আছে।
প্রতিবাদলিপির পুরোটা পড়তে ক্লিক করুন...
পিএসডি/আরএইচ
