ভিয়েতনামে স্বাধীনতা দিবস উদযাপন

ভিয়েতনামে যথাযোগ্য মর্যাদায় ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস হ্যানয়। শনিবার (২৬ মার্চ) দিবসটি উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ এবং বিশেষ প্রার্থনা, আলোচনাসভা এবং ডকুমেন্টারি প্রদর্শনের আয়োজন করা হয়।
হ্যানয়ের বাংলাদেশ দূতাবাস জানায়, ভিয়েতনামের সিনিয়র ডেপুটি ফরেন মিনিস্টার নুয়েন মিন ভু প্রধান অতিথি হিসেবে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানকে অলংকৃত করেন। ভিয়েতনাম ইউনিয়ন অফ ফ্রেন্ডশিপ অর্গানাইজেশনের প্রেসিডেন্ট নুয়েন ফুওং না বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও ভিয়েতনাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি ডিরেক্টর জেনারেল ট্রিন টামসহ উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন।
স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের প্রথম পর্যায়ে দূতাবাসে প্রত্যুষে ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা করেন। এ সময় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা সপরিবারে এবং ভিয়েতনামে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় অতিথি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রদূত তার স্বাগত বক্তব্যে বাংলাদেশের ইতিহাসে মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিসংবাদিত নেতৃত্বের কথা সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন। তিনি বলেন , বঙ্গবন্ধুর নেতৃত্বে ও অপরিসীম ত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীন দেশের প্রতিনিধিত্ব করতে পারছি। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধা মুক্ত, সুখী, সমৃদ্ধ ও স্বাধীন বাংলাদেশ গড়ার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে এগিয়ে যাচ্ছি।
প্রধান অতিথি সিনিয়র ডেপুটি মিনিস্টার তার বক্তব্যে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, বঙ্গবন্ধু আজকের নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা যোগাবেন। তিনি তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেন।
এনআই/এসকেডি