সবুজবাগে ছাদ থেকে পড়ে নারীর রহস্যজনক মৃত্যু

রাজধানীর সবুজবাগের দক্ষিণগাঁও কাচারীপাড়া এলাকার পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে রুমানা আক্তার (৪০) নামে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
রোববার (২৭ মার্চ) ভোরের দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোর পৌনে ৬টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত রুমানার বাবা দ্বীন ইসলাম ঢাকা পোস্টকে বলেন, বাসার সবাই ঘুমে ছিলাম। ভোরে রুমানা সবার অগোচরে পাঁচতলার ছাদে যায়। পরে সে নিচে পড়ে গুরুতর আহত হয়।
ছাদ থেকে লাফ দিয়েছে নাকি কেউ নিচে ফেলে দিয়েছে সেটা বুঝতে পারছি না। এত সকালে সে কেন ছাদে যাবে? আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার মেয়ে আর নেই।
তিনি আরও বলেন, আমরা সবুজবাগের দক্ষিণগাঁও কাচারীপাড়া এলাকার ১৫/২৬ নম্বর বাসায় থাকি। রুমানা আমাদের সঙ্গেই থাকত।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সবুজবাগ থানা অবগত আছে।
এসএএ/ওএফ