‘আমরা কুঁড়ি’ সম্মাননা পেলেন ২৩ সফল নারী

জাতীয় শিশু কিশোর সংগঠন আমরা কুঁড়ির উদ্যোগে বৃহস্পতিবার রাজধানীর শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে অনুষ্ঠিত হলো ‘আলোকিত নারী সম্মাননা ২০২২’। এতে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।
অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরিচালক ও সাবেক কর কমিশনার ড. এস এম জাহাঙ্গীর আলম, বাংলা একাডেমির সচিব কবি হাসানাত লোকমান, চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টারের সভাপতি এ এস এম কামাল উদ্দিন, আলোকিত নারী রেজিয়া বেগম ও মিঠামইন তমিজা খাতুন সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদা জাহান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মুশতাক আহম্মদ লিটন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব ফেরদৌস আরা বন্যা, উদযাপন কমিটির আহ্বায়ক সাংবাদিক হামিদ মোহাম্মদ জসিম ও শিশুবক্তা কারার মৌমিতা।
অনুষ্ঠানে ২৩ সফল নারীকে আলোকিত নারী সম্মাননা স্মারক দেওয়া হয়। এ সময় রত্নগর্ভা মায়ের সম্মাননা দেওয়া হয় চট্টগ্রামের বাঁশখালীর রত্নগর্ভা মা রেজিয়া বেগম ও শিরিন ইসলামকে।
এ ছাড়া অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন চলচ্চিত্র পরিচালক চয়নিকা চৌধুরী, বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সোহেলা হোসেন, উপ-পুলিশ কমিশনার আসমা সিদ্দিকা মিলি, সংবাদ পাঠিকা রেহেনা পারভিন, চলচ্চিত্র অভিনেত্রী সৈয়দা কামরুন্নাহার শাহনূর, সিনিয়র নিউজ প্রেজেন্টার লাবন্য হাসান, নারী উদ্যোক্তা সুলতানা বেগম, মানবতার সেবায় শামীম নূর মুন্নী, শিক্ষায় আবেদা আক্তার জাহান, অভিনয় শিল্পী ফারজানা ছবি, নিউজ প্রেজেন্টার ও অভিনেত্রী রেহনুমা মোস্তফা, কণ্ঠশিল্পী নোশিন তাবাসসুম স্মরণ, নবাগত নায়িকা দীঘি, নারী উদ্যোক্তা ফারজানা করিম খান বাঁধন, ব্যাংকার সাইফুলনেছা কচি, কথা সাহিত্যিক নুরুন নাহার লিলিয়ান ও জান্নাতুল ফেরদৌসি মেহমুদ, কবি, লেখক ও সংগঠক মেহবুবা হক রুমা, রন্ধন শিল্পী ইশরাত জাহান জিনাত মাওলা, লাবন্য ফ্যাশন ও জুয়েলারির পরিচালক সুমি আক্তার লাবন্য ও কণ্ঠশিল্পী নিপা আহমেদ সারাহ। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত নারীরা।
আরএইচ
