আ.লীগের বহিষ্কৃত নেতার ছেলের ৫ বছর কারাদণ্ড

চট্টগ্রামের পতেঙ্গার আউটার রিং রোড এলাকায় বিচারকের ওপর হামলার ঘটনায় করা মামলায় বন্দর এলাকার বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা হাজী ইকবালের ছেলে আলী আকবর ইকবালের পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
একইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদের আদালত এই আদেশ দেন।
মামলার অপর আসামি হাসান আলী জিসানকে বেকসুর খালাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) শাহাবুদ্দিন আহমদ। তিনি বলেন, বিচারকের ওপর হামলার ঘটনায় পুলিশ দুজনকে আসামি করে চার্জশিট দিয়েছিল। তবে আজকে শুনানি শেষে আদালত আকবরকে পাঁচ বছরের সাজা দিয়েছেন।
জানা গেছে, ২০২০ সালের ৯ ডিসেম্বর পতেঙ্গার আউটার রিং রোড এলাকায় উল্টো পথে মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় চট্টগ্রামের পঞ্চম যুগ্ম জেলা ও দায়রা জজ জহির হোসেনর ওপর হামলা চালিয়েছিলেন আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা হাজী ইকবালের ছেলে আলী আকবর ইকবাল ও তার সহযোগী হাসান আলী জিসান। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় তাদেরকে গ্রেপ্তার করে পতেঙ্গা থানা পুলিশ। ওইদিন রাতেই বিচারক জহির হোসেনের ড্রাইভার রাজু শেখ বাদী হয়ে পতেঙ্গা থানায় একটি মামলা করেন।
পরে, ২১ ডিসেম্বর আলী আকবর ও তার সহযোগী আলী হোসেন জিসানকে আসামি করে এ মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেন পতেঙ্গা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী।
উল্লেখ্য, বন্দর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী ইকবালকে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের জন্য কয়েক বছর আগে বহিষ্কার করা হয়। তবে এলাকায় তিনি এখনও নিজেকে আওয়ামী লীগ নেতা পরিচয় দেন।
এফআর