সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের কুমিরা এলাকায় চট্টগ্রামমুখী লেনে সড়ক দুর্ঘটনায় মুশফিকুর আহমেদ (২২) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। মুশফিকুর চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। তার বাড়ি নোয়াখালীর কবিরহাট উপজেলায়।
বারআউলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, নিহত পুলিশ সদস্য মোটরসাইকেল চালিয়ে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের দিকে যাচ্ছিলেন। সীতাকুণ্ডের কুমিরা এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
আরএইচ/এসএম