টিকার নিবন্ধন করার তাগিদ কেন্দ্রীয় ব্যাংকের

করোনাভাইরাস মোকাবিলায় ব্যাংকারদের টিকা নিবন্ধন সম্পন্ন করার তাগিদ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে অগ্রাধিকার ভিত্তিতে টিকা পেতে সরকার ঘোষিত ওয়েবসাইটে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের নিবন্ধন শেষ করার পরামর্শ দেওয়া হয়।
ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের মহাব্যবস্থাপক নজরুল ইসলাম সাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, অগ্রাধিকার ভিত্তিতে টিকা পেতে Surokkha.gov.bd ওয়েবসাইটে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের নিবন্ধন শেষ করার জন্য পরামর্শ দেওয়া হলো। নিবন্ধন শেষ করতে এতে ওয়েব সাইটটির ছবি সংযুক্ত করে দেওয়া হয়েছে। নিবন্ধন শেষ করতে ছবিতে নির্দেশিত প্রক্রিয়া অনুসরণ করার পরামর্শও দেওয়া হয়।
এর আগে বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয় ক্লিনিকে করোনার টিকা নেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। টিকা নেওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমি টিকা নিলাম। খুব সুন্দরভাবে টিকা নিয়েছি। এখানে সবাই ভালে সেবা দিয়েছে। টিকা থেকে শুরু করে সবকিছুই খুবই সিস্টেমেটিক। সরকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয় অসাধারণ সিস্টেম করেছে। ফলে সবাই খুব সহজেই এর সুবিধা ভোগ করতে পারবেন। আমি আশা করব- এটা পুরো দেশের সব জায়গায় অর্থাৎ প্রত্যন্ত অঞ্চলেও একইভাবে সবাই টিকাগ্রহণ করবে।’
ব্যাংকারদের প্রতি টিকা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, টিকা নেওয়ার ক্ষেত্রে সমষ্টিগত নিবন্ধনের সুযোগ নেই। এখানে সবাই নিজ নিজ উদ্যোগে নিবন্ধন করবেন। আমি শুনেছি- অন্যান্য জায়গার মধ্যে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল, বার্ন ইউনিটসহ সব জায়গায় টিকার নেওয়ার বিষয়ে মানুষের অভিজ্ঞতা খুব ভালো।
ফজলে কবির বলেন, আগেই ব্যাংক কর্মকর্তাদের বলেছি যে আমরা টিকার আওতাভুক্ত হচ্ছি। তখনই সব ব্যাংক কর্মকর্তা এবং সিইওদের সম্মেলন করে বলা হয়েছে। সিইওরা তাদের ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের বিষয়টি জানিয়ে দিয়েছেন।
এসআই/এমএইচএস