মেয়র কাপের মাধ্যমে মাদককে না, ক্রীড়াকে হ্যাঁ বলেছি : তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ এর মাধ্যমে আমরা ঢাকাবাসী মাদককে ‘না’ বলেছি এবং ক্রীড়াকে ‘হ্যাঁ’ বলেছি।
বৃহস্পতিবার (৩১ মার্চ) রাতে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ‘ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা-২০২২’ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, আমরা গতবারও এই আয়োজন করেছি। কিন্তু এবারের আয়োজনে উত্তেজনা ও উন্মাদনা গতবারের চাইতেও বেড়ে গিয়েছে। খেলাচলাকালীন আমাদের ধারাভাষ্যকার আজকের এই খেলাকে আবাহনী এবং মোহামেডানের মধ্যকার খেলার মতই উত্তেজনাপূর্ণ বলে তুলনা করেছেন। এই তুলনা আমার খুবই ভালো লেগেছে। তাই, আমরা বলতে পারি ঢাকা মেয়র কাপ আয়োজনের মাধ্যমে আমরা ঢাকাবাসী মাদককে ‘না’ বলেছি এবং আমাদের সন্তানদের জন্য ক্রীড়াকে ‘হ্যাঁ’ বলেছি।
ভবিষ্যতে পর্যায়ক্রমে মাঠের সংখ্যা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে ব্যারিস্টার তাপস বলেন, আমাদের সন্তানরা খেলাধুলায় আরও মনোযোগী হয়েছে। আমরা এরই মাঝে আরও বেশি মাঠের আয়োজন করতে পেরেছি। আরও অনেকগুলো মাঠ প্রক্রিয়াধীন আছে। ইনশাআল্লাহ আগামী বছর যখন আমাদের তৃতীয় ঢাকা মেয়র কাপের আয়োজন করব তখন মাঠের সংখ্যা আরও বৃদ্ধি পাবে।
এর আগে অনুষ্ঠিত ফুটবলের ফাইনাল খেলায় ৯ নম্বর ওয়ার্ড ১-০ গোলে ১২ নম্বর ওয়ার্ডকে পরাজিত করে। পেনাল্টি শুটআউটে ১২ নম্বর ওয়ার্ডের জুয়েলের পা হতে জয়সূচক একমাত্র গোলটি আসে।
এছাড়াও আজ দুপুরে নগরীর গোলাপবাগ মাঠে দক্ষিণ সিটির ২ ও ৪ নম্বর ওয়ার্ডের মধ্যে ক্রিকেটের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ৪ নম্বর ওয়ার্ড ৩ উইকেটে জয়লাভ করে।
এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, ঢাকা-৫ আসনের কাজী মনিরুল ইসলাম মনু, ঢাকা-১০ আসনের শফিউল ইসলাম মহিউদ্দিন, সংরক্ষিত আসনের জিন্নাতুল বাকিয়া, দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, মধুমতি ব্যাংকের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, করপোরেশেনর সচিব আকরামুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
এএসএস/আইএসএইচ