এক দিনেই টিকা নিলেন দুই লাখের বেশি মানুষ

করোনাভাইরাস প্রতিরোধে দেশব্যাপী গণটিকাদানের পঞ্চম দিনে টিকা নিয়েছেন দুই লাখেরও বেশি মানুষ। যা গত দিনের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি। জেলাভিত্তিক সবচেয়ে বেশি টিকা দেওয়া হয়েছে ঢাকায়। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে কম টিকা দেওয়া হয়েছে ঝালকাঠিতে।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গণটিকাদান কর্মসূচির প্রথম দিনে ৩১ হাজার মানুষ টিকা নিলেও দ্বিতীয় দিন নিয়েছিলেন ৪৬ হাজারের বেশি মানুষ। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) টিকা নেন এক লাখ ১০ হাজার ৮২ জন। বুধবার (১০ ফেব্রুয়ারি) টিকা নিয়েছেন এক লাখ ৫৮ হাজার ৪৫১ জন মানুষ। আজ সারাদেশের এক হাজার চারটি কেন্দ্রে টিকা নিয়েছেন দুই লাখ চার হাজার ৫৪০ জন। সবমিলিয়ে, এ পর্যন্ত দেশে টিকা নিয়েছেন পাঁচ লাখ ৪২ হাজার ২৭৩ জন।
এ পর্যন্ত পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে ৩৬৩ জনের শরীরে। এর মধ্যে, প্রথম দিন ২১, দ্বিতীয় দিনে ৭১, তৃতীয় দিন ৯৪ এবং চতুর্থ দিন ৭০ এবং পঞ্চম দিনে ১০৭ জনের দেহে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।
ঢাকা বিভাগে গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন ৫১ হাজার ১৫৯ জন; এর মধ্যে পুরুষ ৩৪ হাজার ৪৪৬ ও নারী ১৬ হাজার ৭১৩ জন। এদের মধ্যে ছয় জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। এই বিভাগে এখন পর্যন্ত টিকা নিয়েছেন এক লাখ ১৯ হাজার ৯৮৯ জন টিকা নিয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগরের ৬৮ হাজার ৯০১ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে টিকা দেওয়া হয়েছে ৫২ হাজার ৮৬৯ জনের শরীরে; এর মধ্যে পুরুষ ৩৬ হাজার ৮৬৮ ও নারী ১৬ হাজার এক জন। এদের মধ্যে ৩০ জনের শরীরে দেখা দিয়েছে পার্শ্বপ্রতিক্রিয়া।
রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন ২৩ হাজার ১৮০ জন, পুরুষ ১৫ হাজার ৭৩৬ ও নারী সাত হাজার ৪৪৪ জন। এদের মধ্যে ১০ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে।
গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ২৩ হাজার ৪৭৯ জনকে টিকা দেওয়া হয়; এর মধ্যে ১৬ হাজার ৩৮৪ জন পুরুষ ও নারী সাত হাজার ৯৫ জন। এই বিভাগে পাঁচ জনের মধ্যে দেখা দিয়েছে পার্শ্বপ্রতিক্রিয়া।
বরিশাল বিভাগে টিকা দেওয়া হয়েছে ৯ হাজার ৩৯৭ জনের শরীরে; পুরুষ ছয় হাজার ৪৬৩ ও নারী দুই হাজার ৯৩৪ জন। এই বিভাগে পাঁচ জনের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গিয়েছে।
সিলেট বিভাগে টিকা দেওয়া হয়েছে ১৫ হাজার ৭৩৯ জনকে, পুরুষ ১০ হাজার ২৫৬, নারী পাঁচ হাজার ৪৮৮ জন। এদের মধ্যে সাত জনের দেহে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে।
ময়মনসিংহ বিভাগে টিকা দেওয়া হয়েছে ৯ হাজার ৩৩৭ জনের দেহে; এর মধ্যে পুরুষ ছয় হাজার ৪৩১ ও নারী দুই হাজার ২০৯ জন। এই বিভাগে চার জনের দেহে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।
রংপুর বিভাগে টিকা নিয়েছেন ১৯ হাজার ৩৮০ জন; পুরুষ ১৩ হাজার ৫৬৮ ও নারী পাঁচ হাজার ৮১২ জন। এই বিভাগে ৯ জনের দেহে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।
গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকাদান উদ্বোধন করার পর ২৬ জন ও পরদিন যে ৫৪১ জনকে পরীক্ষামূলকভাবে টিকা দেওয়া হয়, তাদের মধ্যেও তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।
এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত টিকা নিতে সারা দেশে নিবন্ধন করেছেন ৯ লাখ ৫১ হাজার ২৪৮ জন। টিকা প্রয়োগের মতো নিবন্ধনের পরিমাণও বাড়ছে।
টিআই/এফআর