লরির ধাক্কায় এক কিশোরের মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে লরির ধাক্কায় এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (২ এপ্রিল) ভাটিয়ারী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সাকিব (১৫) সীতাকুণ্ড থানার ভাটিয়ারী ইউনিয়নের মো. আবু মুছার ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) দায়িত্বরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার ঢাকা পোস্টকে বলেন, সাকিব রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এমন সময় দ্রুতগতির একটি লরি হঠাৎ সাকিবকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। এরপর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেএম/আইএসএইচ