বনশ্রী থেকে অবৈধ ভিওআইপি মেশিনসহ আটক ৪

রাজধানীর খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রী এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি মেশিন, সরঞ্জাম ও সিমকার্ডসহ চার জন অবৈধ ভিওআইপি ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৩। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) র্যাব-৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) ফারজানা হক এ তথ্য নিশ্চিত করেছেন। আটকরা হলেন- মনির হোসেন (৩৬), ইয়াসিন (২৭), শহিদুল্লাহ (৩৬) ও মনিরুজ্জামান (৩০)।
এএসপি ফারজানা হক বলেন, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র্যাব-৩ জানতে পারে কয়েকজন অবৈধ ভিওআইপি ব্যবসায়ী দক্ষিণ বনশ্রী আবাসিক এলাকার তিনটি বাসায় বিনা অনুমতিতে অবৈধ সরঞ্জাম দিয়ে করে দেশ থেকে বহির্বিশ্বের সঙ্গে টেলিযোগাযোগের ব্যবসা করে আসছে। এই সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ওই তিনটি বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জাম জব্দসহ চার জনকে আটক করে র্যাব-৩। জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ১২টি সিমবক্স, নয়টি রাউটার, প্রায় ৩ হাজার ১৫টি সিমকার্ড, একটি ল্যাপটপ ও একটি আইপিএস।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে অবৈধ ভিওআইপি সরঞ্জাম স্থাপন করে বহির্বিশ্বের সঙ্গে টেলিযোগাযোগ ব্যবসার মাধ্যমে সরকারকে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে আসছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
এমএসি/এসএসএইচ